একাদশী পারন

একাদশী পারণ


পঞ্জিকাতে একাদশী পারণের (উপবাসের পরদিন সকালে) যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে, প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার। নতুবা একাদশীর কোন ফল লাভ হবে না। একাদশীর পারন মন্ত্র
"একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব,
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।"

– এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয়।

Comments